odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

odhikarpatra | প্রকাশিত: ৯ February ২০২৫ ২২:৩০

odhikarpatra
প্রকাশিত: ৯ February ২০২৫ ২২:৩০

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য ও চোরাচালানে ব্যবহৃত গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিজিবি ৪৮, সিলেট ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার আওতাধীন তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি’র টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় থ্রি পিস, মেডিসিন, মহিষ, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, চিনি, চকলেট কমলা, ফুচকা, অলিভ অয়েল, বিড়ি এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়েছে।

আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ছয়শ টাকা। আটককৃত চোরাচালানী মালামাল বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: