odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নওগাঁয় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ভস্মীভূত

odhikarpatra | প্রকাশিত: ১৪ February ২০২৫ ২৩:৪০

odhikarpatra
প্রকাশিত: ১৪ February ২০২৫ ২৩:৪০

নওগাঁ জেলার মান্দা উপজেলায় আজ অগ্নিকাণ্ডে ১৪টি দোকানঘর পুড়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে মান্দা উপজেলার বারিল্যা বটতলা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য বাজার এলাকার মুসল্লিরা মসজিদে ছিলেন। নামাজ চলাকালে বাজারে আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, আগুনে তার ওষুধের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের স্টুডিও এবং কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানা সহ মোট ১৪টি দোকানঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, শুক্রবার জুমার দিন হওয়ায় বেলা ১২টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে তারা চলে গিয়েছিলেন। নামাজ চলাকালে বাজারের দোকানঘরে আগুন লাগার বিষয়ে জানতে পারেন।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিউর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: