odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

কিশোরগঞ্জে নির্মানাধীন ভবন থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্য

odhikarpatra | প্রকাশিত: ১৫ February ২০২৫ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ১৫ February ২০২৫ ২৩:৪৫

কিশোরগঞ্জে জেলার পাকুন্দিয়া উপজেলায় আজ একটি নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট নিচে পড়ে শাকিল মিয়া নামের এক শ্রমিক মারা গেছেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া পৌর এলাকার হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক শাকিল মিয়া (২২) জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের গান্ধোয়ারচর গ্রামের শরীফ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া পৌর এলাকার হাপানিয়া এলাকায় আসাদ মিয়া নামের একব্যাক্তির নির্মানাধীন চারতলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন শ্রমিক শাকিল মিয়া। কাজ করার সময় চতুর্থতলার পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টের তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট শাকিল মিয়া ওপর থেকে নিচে পড়ে যান। সহকর্মীরা গুরুতর অবস্থায় শাকিল মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক শাকিল মিয়াকে মৃত ঘোষনা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের ভবন থেকে নিচে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, নিহত শাকিল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন



আপনার মূল্যবান মতামত দিন: