odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

আন্তর্জাতিক ইউএসএআইডি’র সহায়তা স্থগিতে আদালতের নিষেধাজ্ঞা

odhikarpatra | প্রকাশিত: ১৫ February ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ১৫ February ২০২৫ ২৩:৫৬

মার্কিন ফেডারেল আদালত আগামী পাঁচ দিনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিল স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ফেডারেল আদালতের বিচারক আমির আলী এক রায়ে এই নির্দেশ দেন।

খবর এএফপি’র।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এ সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে। কারণ ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়।

মার্কিন ফেডারেল আদালত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিলের স্থগিতাদেশ তুলে নিতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবারের রায়ে বিচারক বলেন, হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে।

বিচারক আরো বলেছেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে অনুমোদিত বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত বা বাতিল করা যাবে না।

ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক যুক্তি দেখিয়েছেন, বিদেশি সহায়তা মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে আদালত জানান, কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।

আদালত প্রশাসনকে সব অংশীদারকে তহবিল পুনরায় চালুর বিষয়ে অবহিত করতে এবং পাঁচ দিনের মধ্যে অগ্রগতির প্রমাণ দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি না করতে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

এদিকে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস যদি ডলারের সঙ্গে খেলা করে, তবে তারা চরম শাস্তি পাবে বলে হুঁশিয়ার করেছেন ট্রাম্প। এ জোট যদি নিজস্ব মুদ্রা নির্ধারণের সিদ্ধান্ত নেয় তবে দেশগুলোর সব আমদানি পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি। এই নিয়ে তিনি আন্তর্জাতিক বাজারে ট্রেড সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছেন।

এরমধ্যে, প্রতিবেদনে গালফ অব আমেরিকার পরিবর্তে গালফ অব মেক্সিকো ব্যবহার করায় ‘ওয়াশিংটন টাইমস’কে ওভাল অফিস এবং এয়ার ফোর্স ওয়ানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ নেয়ার পরিকল্পনা করেছে ‘ওয়াশিংটন টাইমস’।



আপনার মূল্যবান মতামত দিন: