odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

বেলজিয়ামে গুলিতে একজন নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৬ February ২০২৫ ২০:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১৬ February ২০২৫ ২০:৩৪

বেলজিয়াম কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, মাদক-সম্পর্কিত সহিংসতার কেন্দ্রস্থল ব্রাসেলস জেলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ব্রাসেল প্রসিকিউটরের কার্যালয় জানায়, সন্ধ্যায় অ্যান্ডারলেখটের শ্রমিক-শ্রেণীর ক্লেমেনসো মেট্রো স্টেশনের কাছে গুলির ঘটনা ঘটে এবং এই ঘটনায় একজন নিহত হন।

এতে আরো বলা হয়েছে, ঘটনাটি ফেডারেল পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত সপ্তাহে ক্লেমেনসোর কাছে দুই বন্দুকধারী স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করলে ভোরের ট্রেনের যাত্রীরা মেট্রো টানেলের দিকে পালিয়ে যায়। এই ঘটনার কিছু দিন পর জেলায় আরো দু’টি গুলি চালানোর ঘটনা ঘটে। যার মধ্যে একটি ছিল প্রাণঘাতী।

স্থানীয় কর্মকর্তারা সহিংসতা বৃদ্ধির জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে ’টার্ফ ওয়ার’কে দায়ী করেছেন।

প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের মধ্যে বিরোধের সাথে যুক্ত বন্দুক অপরাধের সংখ্যা ব্রাসেলসে বৃদ্ধি পেয়েছে।

পুলিশ জানায়, গত বছর ব্রাসেলসে ৯২টি গুলিবর্ষণের ঘটনায় নয়জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে।

ইউরোপীয় মূল ভূখণ্ডের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত বেলজিয়াম মাদক পাচারকারী অপরাধী দলগুলোর একটি কেন্দ্র হয়ে উঠেছে।



আপনার মূল্যবান মতামত দিন: