odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত।

odhikarpatra | প্রকাশিত: ১৯ February ২০২৫ ১৮:১২

odhikarpatra
প্রকাশিত: ১৯ February ২০২৫ ১৮:১২

রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় আনিকুল ইসলাম (৪০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস সাইকেল আরোহী আনিকুল ইসলামকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে চলে যান, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি আটক করা হয়েছে এবং চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
মিনাল ইসলাম



আপনার মূল্যবান মতামত দিন: