odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১টি রিভলবার ৬ রাউন্ড গুলি ও মাদকসহ গ্রেফতার ১

odhikarpatra | প্রকাশিত: ২০ February ২০২৫ ২২:৪৯

odhikarpatra
প্রকাশিত: ২০ February ২০২৫ ২২:৪৯

পাবনা থেকে শরিফুল ইসলামঃ-

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একটি ৮ চেম্বার বিশিষ্ট সচল রিভলবার ০৬(ছয়) রাউন্ড গুলি, ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১(এক) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে এবং ডিবি পুলিশের ওসি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ রাত্রী ১.৫০ ঘটিকার সময় এসআই(নিঃ)মোঃ মহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন মালঞ্চী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মোঃ মিলন উদ্দিন(৩৫), পিতাঃ জালাল উদ্দিন এর বসত বাড়ীর ভিতরে অভিযান পরিচালনা করে মোঃ আবু বক্কর প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আফজাল হোসেন (৩৮) এর কাছথেকে একটি ৮ চেম্বার বিশিষ্ট সচল রিভলবার ৬ রাউন্ড গুলি, ১০০ পিচ ইয়াবা এবং ১ কেজি গাঁজসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র এবং মাদক মামলা রজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: