odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

জিম্মি শিরি বিবাসের পরিবর্তে ‘গাজার এক মহিলার’ মৃতদেহ দিয়েছে হামাস : নেতানিয়াহু

odhikarpatra | প্রকাশিত: ২১ February ২০২৫ ১৭:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২১ February ২০২৫ ১৭:৩৫

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস জিম্মি শিরি বিবাসের মৃতদেহ নয়, বরং আগের দিন গাজার এক মহিলার মৃতদেহ হস্তান্তর করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘এটি অকল্পনীয়ভাবে নিন্দনীয়, হামাস শিরিকে তার ছোট বাচ্চাদের কাছে ফিরিয়ে দেয়নি। বরং শিরির পরিবর্তে একজন গাজার মহিলার মৃতদেহ একটি কফিনে রাখা ছিল।’



আপনার মূল্যবান মতামত দিন: