odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনিদের মুক্তি দিল না ইসরাইল

odhikarpatra | প্রকাশিত: ২৩ February ২০২৫ ২৩:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৩ February ২০২৫ ২৩:২৫

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শনিবার ইসরাইলের ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী হামাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ছয় ইসরাইলি জিম্মির বিনিময়ে ৬২০ জন বন্দিকে মুক্তি দেয়ার কথা ছিল।

ফিলিস্তিনের সংবাদমাধ্যম ‘ওয়াফা’ জানিয়েছে, দিন পেরিয়ে রাত হয়ে গেলেও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়নি ইসরাইল। অপেক্ষারত ফিলিস্তিনি পরিবারগুলো তাদের আপনজনদের ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে মুক্তি দেয়ায় আপাতত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া হবে না।

ওয়াফা সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ এই খবর জানিয়েছে।

শনিবার রাতে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করাসহ হামাসের বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত যেসব ফিলিস্তিনিদের মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছিল, তাদের ছাড়া হবে না।’

এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে গড়িমসি এবং যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশলের অভিযোগ তুলেছে হামাস। হামাসের মুখপাত্র বলেছেন, নির্ধারিত সময় পার হয়ে গেলেও ইসরাইল সপ্তম দফায় বন্দিদের মুক্তি না দিয়ে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে।

এরই মধ্যে পশ্চিম তীরে নতুন করে ইসরাইলি সহিংসতা বাড়ছে। দেইর দিবওয়ানে ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে শত শত গবাদিপশু লুট করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’। একইসঙ্গে, কুসরা শহরে ইসরাইলি বাহিনীর অভিযানে টিয়ারগ্যাস ছোড়ার কারণে অসংখ্য মানুষ শ্বাসকষ্টে ভুগছেন।



আপনার মূল্যবান মতামত দিন: