odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

চার জিম্মি মরদেহের বিনিময়ে ইসরাইল ৬শ’ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে

odhikarpatra | প্রকাশিত: ২৭ February ২০২৫ ১৫:১৭

odhikarpatra
প্রকাশিত: ২৭ February ২০২৫ ১৫:১৭

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা বৃহস্পতিবার ভোরে ইসরাইলের চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। দখলদার ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছে। এই চার মরদেহ হস্তান্তরের কিছুক্ষণ পরেই ইসরাইল পশ্চিম তীরে ৬শ’ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে।

পশ্চিম তীর থেকে এএফপি আজ এই খবর জানায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চার জিম্মির মরদেহবাহী কফিন তারা পেয়েছে। রামাল্লা থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকরা জানান, তারা ৬শ’ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দীর দলকে বাস থেকে নেমে যেতে দেখেছেন। সম্ভবত তাদের গত সপ্তাহে মুক্তি দেয়ার কথা ছিল। জিম্মিদের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগ তুলে ইসরাইল তাদের মুক্তি স্থগিত করেছিল।

মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। অনেক নারীকে আনন্দে কাঁদতেও দেখা যায়।

ইসরাইলের কাছে হামাস যে চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে, তারা হলেন ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর। ইসরাইলি গণমাধ্যম তাদের পরিচয় নিশ্চিত করেছে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত শনিবার ছয় ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। তাদের সঙ্গে চার জিম্মির মৃতদেহও হস্তান্তর করে। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয়ার কথা ছিল ইসরাইলের। কিন্তু মুক্তি দেয়ার সময় হামাস জিম্মিদের সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করছে অভিযোগ তুলে বন্দীদের মুক্তি স্থগিত করে ইসরাইল।

হামাসের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে সেদিন বলা হয়েছিল, আগে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিতে হবে। এরপরই কেবল গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলের সঙ্গে আলোচনা করবে হামাস।



আপনার মূল্যবান মতামত দিন: