odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জন গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ১ March ২০২৫ ২১:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১ March ২০২৫ ২১:৫৯

ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার হয়েছেন ৫৬৯ জন।

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গতকাল রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ৫৬৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে ৬৬২ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে দেশীয় একনলা বন্দুক ২টি, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, রামদা ৩টি, দা ১টি, ছোরা ১টি, রড ২টি ও কাঠের লাঠি ১টি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু



আপনার মূল্যবান মতামত দিন: