odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

জাপান ও দক্ষিণ কোরিয়া আলাস্কা গ্যাস পাইপলাইনে যুক্তরাষ্ট্রের অংশীদার হতে আগ্রহী : ট্রাম্প

odhikarpatra | প্রকাশিত: ৫ March ২০২৫ ১৬:৩১

odhikarpatra
প্রকাশিত: ৫ March ২০২৫ ১৬:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, আলাস্কায় প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী দেশগুলোর মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া রয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কংগ্রেসের এক যৌথ অধিবেশনের ভাষণে ট্রাম্প বলেন, তার প্রশাসন আলাস্কায় একটি বিশাল প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে কাজ করছে, যা বিশ্বের বৃহত্তম। এতে জাপান ও দক্ষিণ কোরিয়াসহ আরও অনেক দেশ ‘ট্রিলিয়ন ডলার বিনিয়োগ’ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে অংশীদার হতে চায়।

ট্রাম্প এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছেন, ‘এটি সত্যিই দর্শনীয় হবে।’

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এএফপিকে জানিয়েছে, তারা প্রকল্পটি নিয়ে আলোচনা করছে। তবে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সিউলের বাণিজ্যমন্ত্রী আহন ডুক গেউন গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন।

ওই সফরকালে তিনি বলেন, আমরা নিশ্চিত করছি যে, মার্কিন সরকারের এই প্রকল্পে আমাদের আগ্রহ রয়েছে।

ওই কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আগ্রহের কারণে আমরা সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে এই পর্যায়ে ঘোষণা করার মতো সুনির্দিষ্টভাবে কিছুই হয়নি। অংশগ্রহণ বা দক্ষিণ কোরিয়ার সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্ত হয়নি।

ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন ও টোকিও আলাস্কার তেল-গ্যাস সম্পর্কিত একটি যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা করছে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ওই সময় একটি যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র জাপানে রেকর্ড সংখ্যক নতুন মাত্রার প্রাকৃতিক গ্যাস আমদানি করবে।

মঙ্গলবার ট্রাম্প দ্রুত জ্বালানির খরচ কমিয়ে মুদ্রাস্ফীতি মোকাবেলার অঙ্গীকার করেন।

এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র তেলের জন্য খোঁজাখুজি করবে ও খনন করবে।



আপনার মূল্যবান মতামত দিন: