odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

চাঁদপুরে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ক্যাপসুল

odhikarpatra | প্রকাশিত: ১২ March ২০২৫ ১৮:০৩

odhikarpatra
প্রকাশিত: ১২ March ২০২৫ ১৮:০৩


শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মৃত্যুর ঝুঁকি কমাতে শনিবার চাঁদপুরের ৮ উপজেলায় ৩লাখ ৫৭ হাজার ৭৭৯জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার বেলা ১১টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন। তিনি বলেন, ৬ মাসের ওপরের বয়সের শিশুদের এ ভিটামিন খাওয়ানো হবে। কারণ ৬ মাসের কম বয়সী শিশু তার মায়ের দুধ থেকে ভিটামিন এ প্রাপ্ত হয়। ১৫ মার্চ আমাদের সব জনশক্তি কাজ করবে। অর্থাৎ চরাঞ্চলেও আমাদের প্রশিক্ষিত জনবল থেকে কাজ করবে।

প্রেস ব্রিফিংয়ের প্রাপ্ত তথ্যে জানাগেছে, আগামী ১৫ মার্চ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৪৩১ শিশুকে খাওয়ানো হবে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ১৬ হাজার ৩৪৮ শিশুকে খাওয়ানো হবে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

এ সময় বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা শাহ মো. আমানত উল্ল্যাহর সঞ্চালনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ তানিয়া।

জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: