odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ February ২০১৮ ২৩:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ February ২০১৮ ২৩:৩০

আন্তর্জাতিক ডেক্স: পাকিস্তান ‘প্রশিক্ষণ ও পরামর্শ মিশনের’ জন্য সৌদি আরবে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সামরিক বাহিনী একথা জানায়।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের এক বিবৃতিতে বলা হয়, পাক-কেএসএ’র (কিংডম অব সৌদি আরাবিয়া) চলতি দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতার আওতায় প্রশিক্ষণ ও পরামর্শ মিশনের জন্য সৌদি আরবে পাকিস্তান সেনা দল পাঠানো হচ্ছে।


বিবৃতিতে বলা হয়, এ সেনা দলকে কেএসএ’র বাইরে মোতায়েন করা হবে না। তবে সৌদি আরবে কতজন সৈন্য পাঠানো হচ্ছে সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।


বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান সামরিক বাহিনী অন্যান্য অনেক গালফ কো-অপারেশন কাউন্সিল কো-অপারেশন (জিসিসি) এবং আঞ্চলিক দেশের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বজায় রেখেছে।


পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ সাঈদ আল মালেকি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দফতরে দেশটির সেনা প্রধান জেনারেল কামাল জাবেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাতের পর এমন ঘোষণা দেয়া হলো।


বিবৃতিতে বলা হয়, তাদের মধ্যে বৈঠক চলাকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আলোচনা করেন তারা।-খবর সিনহুয়া’র।



আপনার মূল্যবান মতামত দিন: