odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সিআরসি স্কুলের শিশুদের নিয়ে ইফতার মাহফিল

odhikarpatra | প্রকাশিত: ১৯ March ২০২৫ ১৯:১০

odhikarpatra
প্রকাশিত: ১৯ March ২০২৫ ১৯:১০

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সিআরস) উদ্যোগে সুবিধাবঞ্চিত সিআরসি স্কুলের শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নিয়মিত নামাজি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসি'র উপদেষ্টা ফার্মেসি বিভাগের অধ্যাপক রেহনুমা তানজিন মেধা।
এছাড়াও সিআরসির বর্তমান সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্কুল পরিচালক সাইফুল ইসলাম আলিফ এবং সিআরসি স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিআরসির বর্তমান সভাপতি এমদাদুল হক বলেন, আমরা সিআরসির অন্যতম একটি বড় কার্যক্রম নিম্ন শ্রেণীর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্কুল পরিচালনা করি, যেন তাদের আত্মউন্নয়ন হয় এবং পড়াশোনার উদ্দেশ্য বুঝতে পারে এবং তাদের মধ্যে মূল্যবোধ তৈরি হয়।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক রেহনুমা তানজিন মেধা বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রাইমারি লেভেল থেকে শিশুদের ঝরে পড়ার সম্ভাবনা বেশি থাকে যা মেয়েদের ক্ষেত্রে আরও বেশি।তারা যেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব পর্যায়ে পৌঁছাতে সেজন্য সিআরসির সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, সিআরসি ইবি শাখা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল পরিচালনা করে, যেখানে অর্ধশতাধিক শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এবং তাদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্কুল পরিচালনা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অন্যান্য স্বেচ্ছাসেবী কার্যক্রম।


মো.সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: