odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

বিক্ষোভে উত্তাল তুরস্ক

odhikarpatra | প্রকাশিত: ২৫ March ২০২৫ ১৯:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৫ March ২০২৫ ১৯:২৫

অধিকার ও ন্যায়বিচারের স্লোগান দিয়ে আটক মেয়রের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ চলছে। এদিকে তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) কারাবন্দী মেয়র একরেম ইমামোগলুকে দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

ইস্তাম্বুল থেকে এএফপি আজ এই খবর জানায়।

ইস্তাম্বুলের মেয়রের গ্রেপ্তারের বিরুদ্ধে তুর্কি জনগণের অব্যাহত বিক্ষোভ, রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী হিসেবে একরেম ইমামোগলুর নাম ঘোষণা, তুর্কি জনগণের বিক্ষোভের বিষয়ে ফ্রান্সের প্রতিক্রিয়া এবং কারাগার থেকে তার সমর্থকদের প্রতি ইমামোগলুর বার্তা- এমন কিছু খবর নিয়ে এএফপি’র আজকের প্রতিবেদন তৈরি
করেছে।

তুরস্কের রাজনৈতিক ও সামাজিক কর্মীরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের বিরুদ্ধে জনসাধারণের বিক্ষোভের এক নতুন রূপ দেখানো হয়েছে। এই বিক্ষোভগুলোতে তুর্কি জনগণ তাদের হাঁড়ি-পাতিল বাজিয়ে, আলো জ্বালিয়ে এবং ‘অধিকার, অধিকার, ন্যায়বিচার’ স্লোগান দিয়ে ইমামোগলুর গ্রেপ্তারের বিরোধিতা করছে। তুরস্কের সরকার বিরোধীদের মধ্যে প্রচলিত এই স্লোগানটি ন্যায়বিচার ও অধিকারের দাবি। ইস্তাম্বুল ছাড়াও তুরস্কের আরো বেশ কয়েকটি শহরেও ঐ মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে।

তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র একরেম ইমামোগলুকে সেদেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দলের অভ্যন্তরীণ এক জরিপে ফলাফলে দেখা যাচ্ছে, ইমামোগলু ১ কোটি ৩০ লক্ষ ২১১ হাজার ভোট পেয়েছেন। একরেম ইমামোগলুকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত বুধবার ভোরে বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিরোধী দলগুলো গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন মেয়র একরেম ইমামোগলু।

কারাগার থেকে ইমামোগলুর বার্তা : প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে উপস্থিতি ছিল অভূতপূর্ব
রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) অভ্যন্তরীণ নির্বাচনে ভোটদানের হার ‘অভূতপূর্ব’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ইমামোগলু। তিনি কারাগার থেকে এক বার্তায় উল্লেখ করেছেন: ‘আমাদের ১ কোটি ৫০ লক্ষ নাগরিক ভোট দিয়েছেন। আমাদের দেশের লাখ লাখ মানুষ, যারা দমন-পীড়ন, অর্থনৈতিক দুরবস্থা, অদক্ষতা এবং বিশৃঙ্খলার শিকার হয়ে দ্রুত ভোটকেন্দ্রে গিয়ে এরদোয়ানকে বলেছে, যথেষ্ট হয়েছে।’

ইমামোগলুকে ২০২৮ সালের জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করেছে পিপলস রিপাবলিক পার্টি (সিএইচপি)। এরপরই বার্তা দেন ইমামোগলু।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর কারাদণ্ডের বিরুদ্ধে তুর্কি জনগণের বিক্ষোভের প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা বলেছে, বিরোধী দলের সদস্যদের অধিকার রক্ষা করা আঙ্কারা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের একটি মূল উপাদান। রোববার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, একরেম ইমামোগলু এবং অন্য তুর্কি রাজনৈতিক ব্যক্তিত্বদের তৎপরতায় বাধা দেওয়া এবং তাদেরকে আটক করার ঘটনা গণতন্ত্রের ওপর বড় আঘাত।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, বেইলিকদুজু'র মেয়র দোজু মুরাত ছালিক এবং সিসলির মেয়র রসুল উমরেশাহানকেও তাদের পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তুরস্কের পুলিশ এই পর্যন্ত ককেশ’ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: