odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

প্রথমবার টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে ডাফি

odhikarpatra | প্রকাশিত: ২৭ March ২০২৫ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ২৭ March ২০২৫ ২৩:৪৪

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় প্রথমবারের মত শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফি।

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যচ টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেন ডাফি। বল হাতে দারুণ পারফরমেন্সে সাত ধাপ এগিয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পার সাথে পঞ্চমস্থানে আছেন তিনি। দু’জনেরই রেটিং ৬৯৪ করে।

সিরিজের প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে গেল সপ্তাহে ঘোষিত র‌্যাংকিংয়ে ২৩ ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে উঠেছিলেন ডাফি। এরপর শেষ তিন ম্যাচে ৭ উইকেট নেন তিনি। ফলে এ সপ্তাহের ঘোষিত হালনাগাদের র‌্যাংকিংয়ে আরও সাত ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন ডাফি।

র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তান পেসার হারিস রউফের। সিরিজের শেষ ৩ ম্যাচে ৬ উইকেট নেন তিনি। ১১ ধাপ এগিয়ে ১৫তমস্থানে উঠেছেন রউফ।

ব্যাটিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের। সিরিজের চতুর্থ ম্যাচে ২০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। দুই ধাপ এগিয়ে ১৬তমস্থানে উঠেছেন অ্যালেন।

সিরিজের তৃতীয় ম্যাচে ৪৪ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলেন মার্ক চাপম্যান। এছাড়াও শেষ দুই ম্যাচে ২৭ রান করেন তিনি। এজন্য ১০ ধাপ এগিয়ে ৪১তমস্থানে জায়গা করে নিয়েছেন চাপম্যান।

তৃতীয় ম্যাচে পাকিস্তানকে দারুণ জয়ের স্বাদ দেন পাকিস্তানের তরুণ ওপেনার হাসান নাওয়াজ। তার ৪৫ বলে ১০টি চার ও ৭টি ছক্কায় গড়া ১০৫ রানের অনবদ্য ইনিংসে ২০৫ রানের টার্গেট স্পর্শ করে ৯ উইকেটে জয় পায় পাকিস্তান। প্রথমবারের র‌্যাংকিংয়ে প্রবেশ করে ৭৭তমস্থানে আছেন নাওয়াজ।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, বোলারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন এবং সেরা অলরাউন্ডার হয়ে শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।



আপনার মূল্যবান মতামত দিন: