odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

odhikarpatra | প্রকাশিত: ২৯ March ২০২৫ ২১:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৯ March ২০২৫ ২১:৫২

 ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল ভাঙ্গায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তির। নেই যানজট। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। সরাসরি গন্তব্য ছাড়াও রাজধানী থেকে অসংখ্য মানুষ লোকাল বাসে ভাঙ্গা এসে তারপর গন্তব্যে যাওয়ার জন্য পুনরায় বাসে ওঠেন। তবে এ সড়কে এবার কোথাও তেমন নেই যানজট। পরিস্থিতিও স্বাভাবিক।

ভাঙ্গা হয়েই পরিবহনে সরাসরি ও ভেঙে ভেঙে মানুষ বিভিন্ন যানবাহনে ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বরিশাল, বরগুনা, মাদারীপুরসহ অন্তত ১৮ জেলায় ছুটে চলছে। এ ছাড়া দক্ষিণবঙ্গ থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায় মানুষ যাতায়াত করছে।

স্থানীয় হাইওয়ে থানা সূত্র জানায়, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায় গাড়ির চাপ অনেক বেশি হলেও নেই তেমন কোনো জট। বাস ছাড়া ট্রাকেও মানুষ যাতায়াত করছে। এ ছাড়া মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরগামী লোকাল বাসের ছাদেও লোক যাতায়াত করছে। মাইক্রোবাস ও প্রাইভেটকারের ভিড়ও বেড়েছে। অনেকেই আবার মোটরসাইকেলে যাতায়াত করছে।

সূত্র জানায়, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার সড়ক ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার মধ্যে পড়েছে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু থেকে ভাঙ্গা পর্যন্ত ৩০ কিলোমিটার পথ। এক্সপ্রেসওয়ের সঙ্গে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ঈদযাত্রায় গাড়ির চাপ অনেক গুণ বেড়ে গেছে।

ঘরমুখো যাত্রী মহব্বত আলী বলেন, রাজধানী থেকে পরিবার নিয়ে খুলনায় গ্রামের বাড়িতে যাচ্ছি। এ পথে চলতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করি ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারবো।

মো. টোকন মোল্লা বলেন, মেহেরপুরে যাবো। সরাসরি পরিবহনে সিট খালি পাইনি। ভেঙে ভেঙে যাচ্ছি। গাড়ি ও যাত্রীর চাপ আছে। তবে অন্যান্য বছরের মত ভোগান্তি পোহাতে হচ্ছে না নির্বিঘ্নে বাড়ি যেতে পারছি।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, ঈদযাত্রায় বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ ও গাড়ির চাপ বেড়েছে। শুক্রবার এ চাপ আরও বেশি ছিল । এবার তেমন কোথাও কোনো যানজট নেই। ভাঙ্গা এলাকায় যানবাহনের চলাচল নির্বিঘ্ন। পরিস্থিতি স্বাভাবিক।

এ বিষয়ে মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের অপারেশনাল কার্যক্রম মনিটরিং অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: