odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

হাসপাতালে হামলা চালিয়ে রাশিয়া ‘যুদ্ধাপরাধ’ করেছে : ইউক্রেন

odhikarpatra | প্রকাশিত: ৩০ March ২০২৫ ২২:০৮

odhikarpatra
প্রকাশিত: ৩০ March ২০২৫ ২২:০৮

অভিযোগ করেছে রাশিয়া হাসপাতালে হামলা চালিয়ে ‘যুদ্ধাপরাধ’ করেছে। রাশিয়া শনিবার খারকিভ শহরের একটি সামরিক হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলার ফলে হাসপাতালে চিকিৎসাধীন সামরিক সদস্যের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 


বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোনের আঘাতে হাসপাতাল ভবন এবং আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন এ হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’ এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে।

ইউক্রেনীয় জরুরি পরিষেবা জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে ব্যাপক আক্রমণের ফলে আবাসিক এবং অফিস ভবনও ধ্বংস হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তিন বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধের দ্রুত অবসানের জন্য রাশিয়া ও ইউক্রেন উভয়ের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই খারকিভে সর্বশেষ মারাত্মক হামলা চালালো মস্কো।

এদিকে রাশিয়া নিঃশর্ত ও পূর্ণ যুদ্ধবিরতির জন্য মার্কিন-ইউক্রেনীয় যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। 

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার কোনও ইচ্ছা ছাড়াই আলোচনা টেনে নেয়ার অভিযোগ করেছে



আপনার মূল্যবান মতামত দিন: