odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ April ২০২৫ ২৩:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ April ২০২৫ ২৩:৪৫

চাঁদপুর  জেলার সদর উপজেলায় আজ অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. রেদওয়ান রাজা (৪৯) নিহত হয়েছেন।


আজ শুক্রবার দুপুর ৩ টার দিকে বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কে পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেদওয়ান রাজা সদর উপজেলার বাগাদী গ্রামের রাজা বাড়ীর মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। দুই সন্তানের জনক রেদওয়ান রাজা পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে স্থানীয়রা দুর্ঘটনায় গুরুতর আহত মাছ ব্যবসায়ী মো. রেদওয়ান রাজাকে ঘটনাস্থল থেকে জেলার সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করা হয়। পরে, ঢাকায় নেওয়ার পথে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: