odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ডর্টমুন্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালে পথে অনেকটাই এগিয়ে গেল বার্সেলোনা

odhikarpatra | প্রকাশিত: ১০ April ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ১০ April ২০২৫ ২৩:৫২

রবার্ট লিওয়ানদোস্কির জোড়া গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

এই জয়ে ২০১৯ সালে পর প্রথমবারের মত ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে হান্সি ফ্লিকের বার্সেলোনা সেমিফাইনাল নিশ্চিতে অনেকটাই এগিয়ে গেল। এ পর্যন্ত টানা ২৩ ম্যাচে কাতালান জায়ান্টরা অপরাজিত রয়েছে।

অলিম্পিক স্টেডিয়ামে ঘরের মাঠে একপেশে ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা উজ্জীবিত উইঙ্গার রাফিনহার গোলে এগিয়ে যায়। এরপর লিওয়ানদোস্কি পরপর দুই গোল করে মৌসুমে গোলসংখ্যা ৪০’এ নিয়ে গেছেন। পুরো ম্যাচে অপ্রতিরোধ্য টিনএজার লামিন ইয়ামাল গতবারের রানার্স-আপ ডর্টমুন্ডের বিপক্ষে শেষ গোলটি করেছেন।

২০১৫ সালে সর্বশেষ শিরোপার স্বাদ পেয়েছিল বার্সেলোনা। আগামী সপ্তাহে জার্মানী সফরে তারা শেষ চারের লক্ষ্য নিশ্চিতেই মাঠে নামবে।

ম্যাচ শেষে লিওয়ানদোস্কি বলেছেন, ‘আমি মনে করি আজ আমরা দুর্দান্ত খেলেছি। কিন্তু এখনো ফিরতি পর্বের ম্যাচ বাকি রয়েছে। আমরা সবসময়ই নিজেদের ম্যাচ খেলতে চেয়েছি। আজও তার ব্যতিক্রম ছিলনা।

এদিকে ফ্লিক পুরো দলকে সতর্ক করে দিয়ে বলেছেন, এখনো কাজ শেষ হয়ে যায়নি। এ সম্পর্কে ফ্লিক বলেন, ‘বলা যায়না, পরের ম্যাচে কি হবে। ফুটবলে সবকিছুই সম্ভব। কিন্তু আমাদের আজকের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

এল একাদশে এ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গাভির জায়গায় ফারমিন লোপেজকে মাঠে নামিয়েছিলেন ফ্লিক। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা শুরু থেকেই নিয়ন্ত্রন নিজেদের করে নিয়েছিল। ২৫ মিনিটে লোপেজের ফ্রি-কিক থেকে পও কুবারসির এ্যাসিস্টে রাফিনহা বল জালে জড়ান। এর মাধ্যমে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা রাফিনহার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ১২টি। দীর্ঘ অপেক্ষার পর ভিএআর ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে গোল উপহার দেয়।

সফরকারীদের হয়ে বিরতির আগে সেরহু গুইরাসি দুটি বড় সুযোগ নষ্ট করেছেন। এ পর্যন্ত আসরে ১০টি গোল করা গুইরাসি একবার বার্সা গোলরক্ষক ওজিচে সিজিসনিকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিওয়ানদোস্কি ব্যবধান দ্বিগুন করেন। টুর্নামেন্টে এটি লেভার ১০ম গোল। বিরতির তিন মিনিট পর ইয়ামালের ক্রস থেকে রাফিনহার হেডে লিওয়ানদোস্কি স্বাগতিকদের আনন্দে ভাসান। ৬৬ মিনিটে লোপেজের শট পোস্টে লেগে ফেরত আসলে বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন পোলিশ সুপারস্টার লিওয়ানদোস্কি।

পুরনো ক্লাবের বিপক্ষে সাবেক এই ডর্টমুন্ড তারকার ২৮ ম্যাচে এটি ২৯তম গোল। ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেবার পর এটি লেভার ৯৯তম গোল।

পুরো ম্যাচে ডর্টমুন্ডের রক্ষনভাগকে চাপের মধ্যে রাখা ইয়ামাল শেষ পর্যন্ত স্কোরশিটে নাম লেখাতে পেরেছেন। ৭৭ মিনিটে রাফিনহার সহযোগিতায় ইয়ামাল বল জালে জড়ান।



আপনার মূল্যবান মতামত দিন: