odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ একজন আটক

odhikarpatra | প্রকাশিত: ১১ April ২০২৫ ১৬:৩৯

odhikarpatra
প্রকাশিত: ১১ April ২০২৫ ১৬:৩৯

মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ একজন আটক
জেলার গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

অভিযান পরিচালনা করেন ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রওশন ও গাংনী থানা পুলিশের একটি দল।

ক্যাপ্টেন রওশন জানান, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত লাল্টুকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আটক লাল্টু বিশ্বাসের নামে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন । তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্বসহ একাধিক অভিযোগ আছে বলে তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন: