odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

দক্ষিণ কোরিয়ার দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার মোতায়েন

odhikarpatra | প্রকাশিত: ১১ April ২০২৫ ১৭:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১১ April ২০২৫ ১৭:৫৭

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, দুই কোরিয়াকে পৃথককারী বাফার জোন ডিএমজেডে দাবানলের আগুন নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সিউল থেকে এএফপি এ খবর জানায়।

গত মাসে দেশটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর সামরিক বাহিনী এই ঘোষণা দিয়েছে। যেখানে দক্ষিণ-পূর্ব অঞ্চলে ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে ডিমিলিটারাইজড জোনের অন্তর্গত গ্যাংওন প্রদেশের গোসিওং এলাকায় আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে দাবানলের আগুন নেভানোর জন্য কোরিয়া ফরেস্ট সার্ভিসের দু’টি বন অগ্নিনির্বাপক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কর্মী বা অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের দক্ষিণে বনের আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। ওই এলাকায় হেলিকপ্টার মোতায়েনের আগে উত্তর কোরিয়ার কাছে একটি নির্দেশনা পাঠনো হয়েছে।

১৯৫০-১৯৫৩ সালের সংঘাত শান্তি চুক্তির পরিবর্তে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ায় প্রযুক্তিগতভাবে দু’টি দেশ এখনো যুদ্ধে রয়েছে।

জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ কোরিয়া ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত মাসে ভয়াবহ দাবানল তীব্র বাতাস এবং অতি-শুষ্ক আবহাওয়ার কারণে ছড়িয়ে পড়েছে। ২০২৪ সালে দেশটির রেকর্ড উষ্ণতম বছর হওয়ার পরও দক্ষিণ-পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে গড়ের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।

ক্যাটাগরির



আপনার মূল্যবান মতামত দিন: