odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যু

gazi anwar | প্রকাশিত: ২৭ February ২০১৮ ২১:০০

gazi anwar
প্রকাশিত: ২৭ February ২০১৮ ২১:০০

অধিকারপত্র ডেস্ক: মাতৃহারা হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে বেগম ফজিলাতুন্নেসার। তার বয়স হয়েছিল ৯২ বছর।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ বলেন, “সাড়ে ১০টার দিকে তিনি মারা গেছেন। হার্টে সমস্যাজনিত কারণে তিনি চিকিৎসারত ছিলেন।”

রোববার বিকালে এক অনুষ্ঠানে বক্তৃতায়ও ওবায়দুল কাদের মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে তার মন ভালো না থাকার কথা বলেছিলেন।

মঙ্গলবার নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে বেগম ফজিলাতুন্নেসাকে সমাহিত করা হবে।

ওবায়দুল কাদেরের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে। তার বাবা মোশারফ হোসেন শিক্ষক ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদেরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোক বার্তায় তিনি প্রয়াতের বিদেহি আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। 



আপনার মূল্যবান মতামত দিন: