odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৭: উদ্ধারকর্মী

odhikarpatra | প্রকাশিত: ২২ April ২০২৫ ২৩:২১

odhikarpatra
প্রকাশিত: ২২ April ২০২৫ ২৩:২১

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ড জুড়ে নতুন ইসরাইলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, ‘দখলদার ইসরাইল গাজা শহর, বেইত লাহিয়া, বেইত হানুন এবং খান ইউনিস শহরে সহিংস বিমান হামলা চালিয়ে সাতজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।’

নিহতদের মধ্যে গাজা শহরের কাছে আল-রিমাল এলাকার চারজন, গাজা শহরের পশ্চিমে আল-সাব্রা এলাকায় দুজন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

তিনি আরো বলেন, ‘দখলদার ইসরাইল গাজা শহরের পূর্বে এবং রাফায় ১০টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে’।

ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। গত ১৮ মার্চ অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে গাজা উপত্যকায় তাদের বিমান বোমা হামলা তীব্রতর করেছে এবং একই সাথে তারা স্থল অভিযান বৃদ্ধি করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সোমবার সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করে ইসরাইলি সেনাবাহিনীকে গত মাসে ১৫ জন উদ্ধারকর্মীকে হত্যার ঘটনায় ‘সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড’ কার্যকর করার অভিযোগ করেছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সেনাবাহিনী পুনরায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ১ হাজার ৬শ’ ৯১ জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা কমপক্ষে ৫১ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির এক হিসাব অনুসারে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়, যার ফলে ১ হাজার ২শ ১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক



আপনার মূল্যবান মতামত দিন: