odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

কোপা ডেল রে’র ফাইনালে ফেরার লক্ষ্য এমবাপ্পের : আনচেলত্তি

odhikarpatra | প্রকাশিত: ২২ April ২০২৫ ২৩:৩২

odhikarpatra
প্রকাশিত: ২২ April ২০২৫ ২৩:৩২

শনিবার কোপা ডেল রে’র ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ইনজুরি কাটিয়ে ফিরে আসার লক্ষ্যস্থির করেছেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

রোববার লা লিগায় এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়ী ম্যাচে অনুপস্থিত ছিলেন এমবাপ্পে। বুধবার গেতাফের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচেও তিনি থাকতে পারছেন না।

গত সপ্তাহে আর্সেনালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের ম্যাচটিতে গোঁড়ালির ইনজুরিতে পড়েন ফরাসি এই তারকা। কিন্তু জাতীয় দলের সতীর্থ ফারল্যান্ড মেন্ডির সাথে ক্লাসিকোতে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন এমবাপ্পে।

এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘আগামীকালের ম্যাচের জন্য তারা প্রস্তুত নয়। কিন্তু এই মুহূর্তে তারা অনুশীলনের মধ্যে আছে। আমি মনে করি শনিবারের ম্যাচের আগেই তারা দুজন ফিট হয়ে উঠতে পারবেন।’

সান্তিয়াগো বার্নাব্যুতে এ্যাথলেটিকের বিরুদ্ধে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে এমবাপ্পে বেশ কিছু মাদ্রিদ সমর্থকের তোপের মুখে পড়েছিলেন। বড় স্ক্রিনে তাকে দেখা গেলেই কিছু সমর্থক দুয়োধ্বনি দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের লজ্জাজনক বিদায় অনেকেই মেনে নিতে পারেনি। এই মুহূর্তে লা লিগায় শীর্ষ দল বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে মাদ্রিদ।

আনচেলত্তি বলেন, ‘ইনজুরির বিষয়টি এমবাপ্পেকে হতাশ করেছে। কারন সে দলকে পূর্ণ সময় সহযোগিতা করতে পারেনি। শনিবারের ম্যাচে ফিরে আসার জন্য এমবাপ্পে নিজের শতভাগ দিয়ে চেষ্টা করছে।’

এবারের মৌসুমে এমবাপ্পে মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৩৩ গোল করেছেন। একজন অতিরিক্ত মিডফিল্ডার খেলিয়ে মাদ্রিদ এ্যাথলেটিকের বিরুদ্ধে আরো বেশী রক্ষনাত্মক ছিল।

আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি এবারের মৌসুমে যা সমস্যা হয়েছে তা সকলেই দেখেছে। আমরা নিজেদের খেলার কৌশলও পরিবর্তন করেছি। বিভিন্ন সময়ে দলের ভারসাম্য খুঁজতে গিয়ে আমরা কঠিন সমস্যায় পড়েছি। আশা করছি সবকিছু কাটিয়ে ভালভাবে মৌসুমটা শেষ করতে পারবো।’



আপনার মূল্যবান মতামত দিন: