odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

শক্তিশালী ভূমিকম্পের পর ১৮৫ বার আফটারশক তুরস্কে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ April ২০২৫ ২১:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ April ২০২৫ ২১:১০

শক্তিশালী ভূমিকম্পের পর ১৮৫ বার আফটারশক তুরস্কে!
তুরস্কের ইস্তাম্বুলে অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১৮৫টি আফটারশকে কেঁপে উঠেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দুপুর ১২টা ৫৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

ইস্তাম্বুল থেকে এএফপি এই খবর জানায়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সির (এএফএডি) উদ্ধৃতি দিয়ে জর্ডান ভিত্তিক সংবাদমাধ্যম ‘রোয়া নিউজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ভূমিকম্পের পর থেকে তুরস্কে ১৮৫টিরও বেশি আফটারশক হয়েছে।

এক এক্স পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গতকাল ইস্তাম্বুলের স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। কম্পনটি ১৩ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ কিলোমিটার গভীরে।

পোস্টে তিনি আরো জানান, শক্তিশালী ওই ভূমিকম্পের পরপর স্থানীয় সময় বেলা ৩টা ১২ মিনিটের মধ্যে ৫১ বার আফটারশক হয়েছে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ছিল।

তবে বৃহস্পতিবার রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত দেশটিতে ১৮৫টিরও বেশি আফটারশক হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প আঘাত হানার পর এবং শহরের ভবনগুলো কেঁপে ওঠার সময় লোকজনকে ভবনগুলো ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে।

এক এক্স পোস্টে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কোকা মেমিসোগলু লিখেছেন, ভূমিকম্পে ২৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭৩ জন ইস্তাম্বুলের। অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্ত এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারের বেশি এবং সিরিয়ায় আরো ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল



আপনার মূল্যবান মতামত দিন: