odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে শিগগির বৈঠক করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ April ২০২৫ ২৩:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ April ২০২৫ ২৩:২০

আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, তিনি ইউক্রেনের সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ‘শিগগিরই’ বৈঠকের পরিকল্পনা করছেন।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দক্ষিণ আফ্রিকায় সফরে গেলে তাকে আতিথেয়তার সময় রামাফোসা এ কথা বলেছেন।

জোহানেসবার্গ থেকে এএফপি এ খবর জানায়।

রামাফোসা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘আমি ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। অহেতুক প্রাণহানি বন্ধ করতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের অবসান ঘটাতে একমত হয়েছেন। আমরা উভয়েই যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকার সম্পর্ক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে শিগগিরই বৈঠক করতে সম্মত হয়েছি।’

গতকাল বুধবার রাতে কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই হামলার পর বৃহস্পতিবার জেলেনস্কি দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসার কথা জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রিটোরিয়া ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরাইলের হামলার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে প্রিটোরিয়ার মামলা দায়েরের সমালোচনা করেছেন তিনি। গত মাসে ওয়াশিংটনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কারের মাধ্যমে উত্তেজনা চরমে পৌঁছায়।

দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ ভূমি-বিরোধী নীতির অভিযোগে আর্থিক সহায়তাও কমিয়ে দিয়েছেন ট্রাম্প। শ্বেতাঙ্গ আফ্রিকান সংখ্যালঘুদের শরণার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তিনি তাদেরকে যুক্তরাষ্ট্রে বসতি স্থাপনের প্রস্তাব দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে রামাফোসা বলেছেন, তিনি এবং ট্রাম্প দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: