odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

মার্কিন হামলায় ইয়েমেনের রাজধানীতে ৮ জন আহ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ April ২০২৫ ০১:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ April ২০২৫ ০১:০৫

 ইরান-সমর্থিত হুথি শনিবার জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানাসহ তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে মার্কিন হামলায় কমপক্ষে আটজন আহত হয়েছেন।


সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হুথি-পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, ‘সানার আল-রাওদার পশ্চিমে একটি আবাসিক জেলাকে লক্ষ্য করে আমেরিকান শত্রুদের হামলায় দুই শিশুসহ মোট আটজন আহত হয়েছেন।’

শনিবারের শুরুতে সানায় একজন এএফপি সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত দেশের বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা দেশের অন্যান্য এলাকাতে মার্কিন হামলার কথা বলেছেন। যার মধ্যে উত্তরে তাদের শক্ত ঘাঁটি সাদাও রয়েছে বলে তারা জানায়।

তারা জানিয়েছে, পশ্চিম হোদেইদা অঞ্চলের রাস ইসার জ্বালানি বন্দর। যেখানে তারা বলেছে এক সপ্তাহেরও বেশি সময় আগে বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছিল। সেখানেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুথিরা নিজেদেরকে ইসরাইল-হামাস যুদ্ধের সময় গাজার রক্ষক হিসেবে উপস্থাপন করে। 

তারা নিয়মিতভাবে ইসরাইল এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী ২০২৪ সালের জানুয়ারী থেকে তাদের অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে আসছে। তারা বলছে, তারা ‘ইরান-সমর্থিত হুথি সন্ত্রাসীদের’ আক্রমণ বন্ধ করার জন্য তাদের লক্ষ্যবস্তু করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে, এই আক্রমণগুলো তীব্রতর হয়েছে। গত মাস ধরে প্রায় প্রতিদিনই হামলা চলছে। 

শনিবার, হুথিরা জানিয়েছে, তারা ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে,  তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র এবং পূর্ব থেকে আসা একটি ড্রোনকে প্রতিহত করেছে। 

শনিবার, এই অঞ্চলে মার্কিন সামরিক কমান্ড, সেন্টকম, মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস. ট্রুম্যান এবং কার্ল ভিনসনের হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর ফুটেজ পোস্ট



আপনার মূল্যবান মতামত দিন: