odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

ভারতের হোটেলে অগ্নিকাণ্ডে ১৫ জনের প্রাণহানি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ April ২০২৫ ২০:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ April ২০২৫ ২০:০৬

 ভারতের কলকাতার এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি হয়েছে। পুলিশ বুধবার জানায়, কয়েকজন জানালা দিয়ে ছাদে উঠে পালিয়ে যান।


কলকাতা থেকে এএফপি এ তথ্য জানায়।

মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের পর কলকাতার পুলিশ প্রধান মনোজ ভার্মা এএফপিকে বলেন, হোটেলটির কক্ষ ও ছাদ থেকে বেশ ক’জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘এই ঘটনায় দুই শিশু ও এক নারীসহ মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।’ 

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

দেড় কোটির বেশি মানুষের ব্যস্ত মহানগর কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী। রাজ্যটি তৃণমূল কংগ্রেস পার্টি শাসিত।

মনোজ বলেন, ‘হোটেলটি একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। অনেক লোক শ্বাসরোধে মারা গেছে বলে মনে করা হচ্ছে।’ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জনবহুল কলকাতায় অবস্থিত ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের সময় সেখানে ৮৮ জন অতিথি ছিলেন।

এই ঘটনায় প্রায় এক ডজন মানুষ দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

অগ্নিনির্বাপণ সরঞ্জামের অভাব ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে ভারতে প্রায়ই ভবনে অগ্নিকাণ্ড ঘটে থাকে।

গত বছর, পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের পাটনার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ছয়জনের প্রাণহানি ঘটে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া কলকাতার ওই ভবনের আগুনের ছবি প্রকাশ করেছে। 

সংস্থাটি জানিয়েছে ‘অনেক লোককে ভবনের জানালা দিয়ে পালানোর চেষ্টা করতে দেখা গেছে।’ 

কলকাতার দ্য টেলিগ্রাফ সংবাদপত্র জানিয়েছে, আগুন থেকে বাঁচতে গিয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ে কমপক্ষে একজন মারা গেছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: