odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ফরাসি ‘হুমকি’কে কটাক্ষ তেহরানের

odhikarpatra | প্রকাশিত: ৩০ April ২০২৫ ২৩:২১

odhikarpatra
প্রকাশিত: ৩০ April ২০২৫ ২৩:২১

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তির আওতায় প্রত্যাহার করা নিষেধাজ্ঞা ফের আরোপের হুমকির জবাবে ফ্রান্সকে তীব্র সমালোচনা করেছে জাতিসংঘে তেহরানের মিশন। বুধবার ইরানের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।


সোমবার ফ্রান্স জানায়, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে তারা "এক মুহূর্তের জন্যও দেরি না করে" সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে, যদি ইরানের পরমাণু কর্মসূচি ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এমন প্রেক্ষাপটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন একটি চুক্তি নিয়ে আলোচনা চলছে।

তেহরান থেকে এএফপি জানায়, ইরানি বার্তা সংস্থা ইসনা-তে প্রকাশিত এক চিঠিতে জাতিসংঘে ইরানের মিশন জানিয়েছে, 'হুমকি ও অর্থনৈতিক ব্ল্যাকমেইল সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়।'

২০১৫ সালের পরমাণু চুক্তির পক্ষভুক্ত ছিল ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে।

চুক্তির আওতায় একটি ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে ইরানের চুক্তিভঙ্গের অভিযোগে স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা যায়। এই প্রক্রিয়ার মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরেই।

দীর্ঘদিনের শত্রু ইরান ও যুক্তরাষ্ট্র গত ১২ এপ্রিল থেকে পরমাণু অস্ত্র নির্মাণে ইরানের সম্ভাব্য প্রচেষ্টা ঠেকাতে এবং এর বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে উচ্চপর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত সপ্তাহে জানিয়েছেন, আলোচনা চালাতে তিনি জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সফরে আগ্রহী।

ইরানি মিশন চিঠিতে আরও বলেছে, 'আসল কূটনীতি কখনও হুমকি বা চাপের ভিত্তিতে এগোতে পারে না।’

'যদি ফ্রান্স ও তার মিত্ররা সত্যিই কূটনৈতিক সমাধান চান, তাহলে তাদের জবরদস্তিমূলক আচরণ পরিত্যাগ করতে হবে



আপনার মূল্যবান মতামত দিন: