odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

লোহাগাড়ায় সেপটিক ট্যাংক থেকে থানা লুটের অস্ত্র উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ৩০ April ২০২৫ ২৩:৩২

odhikarpatra
প্রকাশিত: ৩০ April ২০২৫ ২৩:৩২

চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় সেপটিক ট্যাংক থেকে পরিত্যক্ত অবস্থায় থানা লুটের ১টি গ্যাসগান ও ১৭টি টিয়ারসেল উদ্ধার করেছে পুলিশ।


বুধবার বেলা ১২টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজারীগোদার পাড়ের বাসিন্দা নাজিম উদ্দীনের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তামোড়ানো এসব অস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আগুনে পুড়িয়ে দেওয়া থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। এসব অস্ত্র উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযান চালিয়ে লুট হওয়া কয়েকটি অস্ত্র ও জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

লোহাগাড়া থানার এএস আই লুৎফুর রহমান জানান, হুমায়ুন নামক এক ব্যক্তি ৯৯৯-এ কল করে অস্ত্রের বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে সেপটিক ট্যাংকের পাইপ লাইন থেকে বস্তা মোড়ানো অবস্থায় গ্যাসগান ও টিয়ারসেল পাওয়া যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: