odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৫ ২২:০০

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৫ ২২:০০

দক্ষিণ আফ্রিকার গ্রামাঞ্চলে রাতের বেলায় একটি যাত্রীবাহী মিনিবাস ট্যাক্সি এবং একটি পিক-আপ ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। রোববার পরিবহন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রাদেশিক পরিবহন মুখপাত্র উনাথি বিনকোস কর্মকর্তা সম্প্রচারক নিউজ রুম আফ্রিকাকে জানিয়েছেন, শনিবার থেকে রোববার মধ্যরাতে জোহানেসবার্গ থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণে পূর্ব কেপ শহর মাকোমার কাছে দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিনকোস বলেন, নিহতদের মধ্যে উভয় যানবাহনের চালকও রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্ত করা হবে।

নিহতদের মধ্যে ১৩ জন যাত্রী ছিলেন মিনিবাসটি কন্স শহর থেকে প্রায় ১ হাজার কিলোমিটারের দূরত্ব কেপটাউনে যাচ্ছিল বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার একটি উন্নত এবং ব্যস্ত সড়ক ব্যবস্থা রয়েছে। তারপরও দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনার হারও বেশি, যার বেশিরভাগই দ্রুতগতি, বেপরোয়া গাড়ি চালানো এবং রাস্তার অনুপযুক্ত যানবাহনের কারণে হয়ে থাকে।

রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৮শ’ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে, যার মধ্যে পথচারী প্রায় ৪৫ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: