odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের আরও গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ৫ May ২০২৫ ১৮:২৭

odhikarpatra
প্রকাশিত: ৫ May ২০২৫ ১৮:২৭

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।


গ্রেফতারকৃতরা হলো- ঢাকা মহানগর উত্তর ৫৩ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগ নেতা মো. সফুর উদ্দিন (৫০), আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন (৬৯) ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো. শহীদ মাহমুদ হেমী (৪২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। ডিবি সূত্রে জানা যায়, ৪ মে রাতে রাজধানীর তুরাগ থানাধীন খালপাড় এলাকা থেকে মো. সফুর উদ্দিনকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। এদিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রোববার রাতে বনশ্রী এলাকা থেকে মো. তাজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিনে ডিবি-সাইবার বিভাগের একটি অভিযানিক দল রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে রাতে নাসির হোসেনকে গ্রেফতার করে। এছাড়া রাতে কারওয়ান বাজার এলাকা থেকে মো. শহীদ মাহমুদ হেমীকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও কদমতলী থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন: