odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার

odhikarpatra | প্রকাশিত: ১০ May ২০২৫ ২৩:৪৬

odhikarpatra
প্রকাশিত: ১০ May ২০২৫ ২৩:৪৬

প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার এক শোক বার্তায় ড. ইউনূস বলেন, বাংলাদেশের সংগীত জগতে একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা জামান আব্বাসীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সরকার প্রধান আব্বাসীর রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্ম নেওয়া বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পীর গান ও গবেষণা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।

উল্লেখ্য, শনিবার সকালে মুস্তাফা জামান আব্বাসী ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: