odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইউক্রেনে রাশিয়ার হামলা

odhikarpatra | প্রকাশিত: ১১ May ২০২৫ ১৯:০৯

odhikarpatra
প্রকাশিত: ১১ May ২০২৫ ১৯:০৯

তিন দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববার এ অভিযোগ করেছে কিয়েভ।

কিয়েভ থেকে এএফপি জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ঘোষিত ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শনিবার মধ্যরাতে শেষ হয়। গত বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের কোনো হামলার অভিযোগ করেনি কিয়েভ। তবে ইউক্রেনের কোথাও কোথাও রাশিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়। ইউক্রেনের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করে মস্কো।

ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, রোববার ভোররাতে অন্তত ১০৮টি ‘শাহেদ’ ড্রোন ও বেশ কিছু ছদ¥বেশী ড্রোন দিয়ে হামলা চালায় শত্রুপক্ষ। এর মধ্যে ৬০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এ হামলার কছুক্ষণ পরই ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ইউক্রেন ও এর ইউরোপীয় মিত্ররা সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে, তা এড়িয়ে যান তিনি।
রোববার ভোরে ক্রেমলিনে দেওয়া ভাষণে পুতিন বলেন, আগামী ১৫ মে ইস্তানবুলে কিয়েভের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছি। এর মধ্যে দিয়েই নতুন কোনো যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যেতে পারে।

ইউক্রেন সফর শেষে দেশে ফেরার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, পুতিনের প্রস্তাবটি যথেষ্ট নয়। তিনি শুধু সময়ক্ষেপণ করতে চাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: