odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল মার্সেই, মোনাকো

odhikarpatra | প্রকাশিত: ১১ May ২০২৫ ২৩:২৪

odhikarpatra
প্রকাশিত: ১১ May ২০২৫ ২৩:২৪

লিগ ওয়ানে লে হাভরেকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা নিশ্চিত করেছে মার্সেই। অন্য ম্যাচে লিঁওকে হারিয়ে ইউরোপীয়ান আসরে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে মোনাকো।

দুটি দলই ফরাশি লিগে নেমেছিল জয়ের লক্ষ্য নিয়ে। মৌসুম শেষ হতে আর এক ম্যাচ বাকি রয়েছে। পিএসজি ইতোমধ্যেই শীর্ষস্থান নিশ্চিত করেছে। সে কারনে শীর্ষ তিনে থাকার জন্য জয় ভিন্ন বিকল্প ছিলনা।

রেলিগেশন খরায় থাকা লে হাভরের বিপক্ষে মার্সেই সহজেই জয় নিশ্চিত করেছে। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর আমিনে গুরির গোলে সফরকারী মার্সেই এগিয়ে গিয়েছিল। মার্সেই সমর্থকদের বিরোধের কারনে দ্বিতীয়ার্ধে প্রায় আধাঘন্টা ম্যাচ বন্ধ ছিল। ম্যাচ শুরুর পরপরই ৬৬ মিনিটে ইসা সুমারে লে হাভরেকে সমতায় ফেরান। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে ম্যাসন গ্রীনউড দুর পাল্লার জোড়ালো শটে মার্সেইকে এগিয়ে দেন। লিগ ওয়ানে এটি তার ১৯তম গোল। স্টপেজ টাইমে গুরি নিজের দ্বিতীয় গোল দিয়ে দলকে বড় জয় উপহার দেন। ম্যাচ শেষে কোচ রবার্তো ডি জারবি টাচলাইনে খেলোয়াড়দেওর সাথে উল্লাসে মেতে উঠেন।

এ সম্পর্কে ডি জারবি বলেছেন, ‘আমি সত্যিই খুশী। এই খেলোয়াড়দেওর উপর দারুন সন্তুষ্ট। সমর্থকরাও দারুন। এই শহর শুধুমাত্র ফুটবলের জন্যই বাঁচে। আমি মনে করি চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্য দল হিসেবেই খেলার সুযোগ পেয়েছে মার্সেই। আগামী সপ্তাহে পিএসজির পরে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করার চেষ্টা করবো। গত ১০ বছরে মার্সেই তিনবার চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে। এবার নিয়ে চতুর্থ। গত বছর আমরা শেষ আটে খেলেছি।’

এ বছর মার্সেই কোন ধরনের ইউরোপীয়ান আসরে খেলেনি। কিন্তু মোনাকো চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলেছে। আগমী মৌসুমে আবারো ইউরোপীয়ান সর্বোচ্চ আসরে খেলার যোগ্যতা অর্জণ করেছে। দ্বিতীয়ার্ধে টাকুমি মিনামিনো ও ডেনিস জাকারিয়ার গোলে মোনাকোর জয় নিশ্চিত হয়। চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য মরিয়া হয়ে থাকা মোনাকো খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে হতাশ হয়নি।

এই পরাজয়ে লিঁও টেবিলের সপ্তম স্থানে রয়েছে। হাতে রয়েছে আর এক ম্যাচ। চতুর্থ স্থানে থাকা নিস, লিলি ও স্ট্রাসবার্গের থেকে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। এর অর্থ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে শেষ স্থানটির জন্য লড়াই এখনো টিকে আছে।



আপনার মূল্যবান মতামত দিন: