odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ফিলিপাইনের আকাশে আগ্নেয়গিরির ছাই

odhikarpatra | প্রকাশিত: ১৩ May ২০২৫ ২৩:৪৭

odhikarpatra
প্রকাশিত: ১৩ May ২০২৫ ২৩:৪৭

মঙ্গলবার ভোরে মধ্য ফিলিপাইনে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। যার ফলে আকাশে প্রায় তিন কিলোমিটার উপরে ছাইয়ের বিশাল ধূসর কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির ২৪টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি, কানলাওন আগ্নেয়গিরিতে গত শতাব্দীতে বেশ কয়েকটি অগ্ন্যুৎপাত ঘটেছে। যার মধ্যে সর্বশেষটি গত মাসে ঘটেছিল।

গত ডিসেম্বরে অগ্ন্যুৎপাতের সময় জারি করা পাঁচটি স্তরের মধ্যে তৃতীয় স্তরের সতর্কতা মঙ্গলবার অপরিবর্তিত ছিল। কারণ, কর্মকর্তারা বিদ্যমান ছয় কিলোমিটার স্থানান্তর ব্যাসার্ধের কথা উল্লেখ করেছেন।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ২ টা ৫৫ মিনিটে কানলাওন আগ্নেয়গিরির চূড়ায় একটি মাঝারি বিস্ফোরক অগ্ন্যুৎপাত ঘটে এবং এটি পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল।

তৃতীয় স্তরের সতর্কতা অব্যাহত রাখার কথা উল্লেখ করে সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘স্বল্পস্থায়ী মাঝারি বিস্ফোরণে অগ্ন্যুৎপাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে ফলে জীবন-হুমকিপূর্ণ আগ্নেয়গিরির ঝুঁকি তৈরি করতে পারে।’

গত ১৯৯৬ সালের আগস্টে, কানলাওন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে ছিল। ওই সময়ে চূড়ার কাছে থাকা তিনজন পর্বতারোহীর মৃত্যু হয়।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যা ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত। বিশ্বের অর্ধেকেরও বেশি আগ্নেয়গিরি এখানে অবস্থিত



আপনার মূল্যবান মতামত দিন: