odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মেক্সিকোতে ৩১ কিউবানকে মুক্ত করেছে পুলিশ

Admin 1 | প্রকাশিত: ৬ March ২০১৭ ০০:৩৫

Admin 1
প্রকাশিত: ৬ March ২০১৭ ০০:৩৫

মেক্সিকোর ফেডারেল পুলিশ দেশটির পর্যটনকেন্দ্র রিভিয়েরা মায়া এলাকায় আটক কিউবার ৩১ নাগরিককে মুক্ত করেছে। বন্দুকধারীরা এদের একটি বাড়িতে আটকে রেখেছিল। শনিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
কিউবান এই অভিবাসন প্রত্যাশীরা জানায়, মুখোশ পড়া বন্দুকধারীরা তাদেরকে ক্যারিবিয়ান উপকূলের কাছে একটি বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। আটক কিউবানদের কাছে অর্থ ছিল না। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মেক্সিকোর জাতীয় জননিরাপত্তা বোর্ড জানায়, বন্দুকধারীদের হাতে জিম্মি ২২ কিউবান পুরুষ ও ৯ কিউবান নারীকে মুক্ত করার অভিযানে যাবার আগে পুলিশ এই পরিস্থিতি সম্পর্কে বেশ কয়েকটি খবর পায়।
মেক্সিকোর কর্তৃপক্ষ উদ্ধারকৃত কিউবানদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গেছে। এদের মেক্সিকোতে বসবাসের অনুমোদন নেই।



আপনার মূল্যবান মতামত দিন: