odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

টর্নেডোতে যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে ২০ জনেরও বেশি প্রাণহানি

odhikarpatra | প্রকাশিত: ১৭ May ২০২৫ ২৩:৪৭

odhikarpatra
প্রকাশিত: ১৭ May ২০২৫ ২৩:৪৭

যুক্তরাষ্ট্রের মিসৌরি ও কেন্টাকি রাজ্যে তীব্র ঝড়ের কবলে পড়ে ২০ জনেরও বেশি লোক মারা গেছেন।

শনিবার রাজ্যের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, শুক্রবার রাতে ঝড়ে অন্তত ১৪ জন মারা গেছেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মিসৌরিতে অন্তত সাতজন মারা গেছেন।

বেশিয়ার বলেন, ‘আমরা আজ এই কঠিন সংবাদ দিয়ে শুরু করছি, গত রাতের ঝড়ে আমাদের অন্তত ১৪ জন ারা গেছেন। তবে দুঃখের বিষয় হলো, আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

তিনি ক্ষতিগ্রস্ত সকল পরিবারের জন্য প্রার্থনার আহ্বান জানান।

ওয়াশিংটন পোস্ট শহরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মিসৌরির সেন্ট লুইসে পাঁচজন মারা গেছেন।

মিসৌরির সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, আমাদের শহর আজ রাতে শোকে বিহ্বল। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সত্যিই ভয়াবহ



আপনার মূল্যবান মতামত দিন: