odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

odhikarpatra | প্রকাশিত: ১৮ May ২০২৫ ২৩:১৯

odhikarpatra
প্রকাশিত: ১৮ May ২০২৫ ২৩:১৯

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, যা প্রতিরোধ করা জরুরি।

আজ রোববার ঝালকাঠি জেলায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় ঝালকাঠি সার্কিট হাউজ কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, অপ-সাংবাদিকতা সম্পর্কে জানতে ও বুঝতে হলে সাংবাদিকদের পড়াশোনা করতে হবে। গণমাধ্যম সমাজের দর্পণ-উল্লেখ করে তিনি বলেন, সঠিক, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনই সাংবাদিকদের মূল দায়িত্ব।

জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা তথ্য অফিসার লেলিন বালা প্রমুখ।

উল্লেখ্য, এ কর্মশালায় ঝালকাঠির বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন



আপনার মূল্যবান মতামত দিন: