odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

বার্সেলোনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা নিশ্চিত করলো ভিয়ারিয়াল

odhikarpatra | প্রকাশিত: ১৯ May ২০২৫ ২০:২৯

odhikarpatra
প্রকাশিত: ১৯ May ২০২৫ ২০:২৯

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে পরাজিত করে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে ভিয়ারিয়াল।

দিনের আরেক ম্যাচে কিলিয়ান এমবাপ্পের গোলে নয় জনের সেভিয়াকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। লাস মালমাসের বিপক্ষে জয়ী হয়ে লেগানেস এখনো লা লিগায় জায়গা ধরে রাখার লড়াইয়ে টিকে আছে।
শুক্রবার ছাদ খোলা বাসে চড়ে সমর্থকদের ভিড়ে বার্সেলোনা ২৮তম লিগ শিরোপা জয়ের আনন্দ উদযাপন করে ফেলেছে। কিন্তু তখনই কোচ হান্সি ফ্লিক সতর্ক করে বলেছিলেন এখনো সব কাজ শেষ হয়ে যায়নি। সবাইকেই নিজেদের প্রমান করতে হবে।

এস্তাদিও অলিম্পিকের মাঠে ৪ মিনিটে নিকোলাস পেপের এ্যাসিস্টে ইন-ফর্ম স্ট্রাইকার আয়োজে পেরেজ গোল করে সফরকারী ভিয়ারিয়ালকে এগিয়ে দেন। বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানকে সহজেই পরাস্ত করেন পেরেজ। বৃহস্পতিবার এস্পানেয়লের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে বার্সার শিরোপা নিশ্চিত করা লামিন ইয়ামাল আরো একটি দুর্দান্ত গোলে ৩৮ মিনিটে সমতা ফেরান। ১৭ বছর বয়সী ইয়ামাল দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফারমিন লোপেজ বার্সাকে এগিয়ে দেবার আগে ইয়ামালের শট পোস্টে লেগে ফেরত আসে। ৫০ মিনিটে সান্টি কামসানা টার স্টেগানের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান। ৮০ মিনিটে টায়োন বুকানানের গোলে ভিয়ারিয়ালের গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত হয়।

এ বছর ঘরের মাঠে প্রথম পরাজয়ের স্বাদ পেল বার্সেলোনা। একইসাথে লিগেও এটি এবছর তাদের প্রথম পরাজয়।

আগামী মৌসুমে ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফেরার আগে সম্ভবত এটাই অলিম্পিক স্টেডিয়ামে কাতালান জায়ান্টদের শেষ ম্যাচ।

ম্যাচ শেষে ঘরোয়া ট্রেবল জয়ী দলটি সমর্থকদের উদ্দেশ্যে লিগ ট্রফি প্রদর্শণ করেন।

ফ্লিক বলেন, ‘এই দলটির মধ্যে আমি দারুন সম্ভাবনা দেখেছি। আমরা আরো উন্নতির আশা রাখি। আমরা কিভাবে খেলতে চাই সেটা দলের সকলেই প্রায় রপ্ত করে ফেলেছে এবং সেটা তারা মাঠেও প্রমান করেছে। যখন তোমার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে তখন সবকিছুই সম্ভব।’

ষষ্ঠ স্থানে থাকা রিয়াল বেটিসের তুলনায় পয়েন্টের পার্থক্য বড় হওয়ায় ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় ফিরে এসেছে ভিয়ারিয়াল।

ফরাশি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের ৭৫ মিনিটের গোলে নয় জনের সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ কষ্টার্জিত জয় পেয়েছে। ১২ মিনিটে এমবাপ্পেকে ফাউলের অপরাধে লোয়িক বাডে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে অরেলিয়েন টিচুয়ামেনিকে ট্যাকেল করতে গিয়ে লাল কার্ড পান ইসাক রোমেরো। দুই লাল কার্ডে সেভিয়ার পক্ষে আর ম্যাচ রক্ষা করা সম্ভব হয়নি। এই সুযোগে ম্যাচের শেষ ভাগে জুড বেলিংহাম মাদ্রিদের ব্যবধান দ্বিগুন করেছেন।

এবারের মৌসুমে বড় কোন শিরোপাই জয় করতে পারেনি মাদ্রিদ। কিন্তু যুক্তরাষ্ট্রে গ্রীষ্মে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে গতবার চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা বিজয়ীরা।



আপনার মূল্যবান মতামত দিন: