odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি

odhikarpatra | প্রকাশিত: ২৪ May ২০২৫ ২৩:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২৪ May ২০২৫ ২৩:৩৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটিরর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি।

আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

ড. মোশাররফ বলেন, ‘বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। তাই এই সরকারকে প্রথম দিন থেকেই বলে আসছি, গণহত্যাকারীদের বিচার কাজ চলমান থাকবে। যতটুকু বাকি থাকবে তা নির্বাচিত সরকার করবে।’

তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মূল তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলো হলো সংস্কার, বিচার ও নির্বাচন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমরা বলেছি, এই তিনটি বিষয়ের একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। কেননা সংস্কার চলমান বিষয়। এটা চলতে থাকবে। আমরা আশা করেছি এই সরকার ঐকমত্যের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে। সেটা চলমান থাকবে। ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমান রাখবো এবং বাস্তবায়নের প্রচেষ্টা নেব।’

বিএনপির নেতাদের মামলার বিষয়ে তিনি বলেন, ‘আমরা বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি বিক্ষুব্ধ। আমরা সেই স্বৈরাচারী সরকারের কর্তাব্যক্তিদের, যারা দায়ী, তাদের বিচার চাই।’

তিনি বলেন, ‘এ জন্য আমরা স্বাধীন বিচারব্যবস্থা চাই, যারা এই বিচার সম্পন্ন করবে। আমরা বলেছি, যেসব বিচার সম্পন্ন না হবে, যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে তাদের বিচারের আওতায় এনে স্বাধীন বিচারব্যবস্থার মাধ্যমে বিচার সম্পন্ন করা হবে।’

এসব দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা স্পষ্ট কিছু জানিয়েছেন কি না, ‘সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্পেসিফিক কোনো আলোচনা হয়নি এবং তিনিও (প্রধান উপদেষ্টা) স্পেসিফিক কিছু জানাননি। আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। হয়তো উনারা উনাদের প্রেসের মাধ্যমে জানাবেন। তবে এ জন্য আমরা অপেক্ষা করব। আমরা এখন প্রতিক্রিয়া জানাব না। আগে দেখি তারা কী বলেন, তারপর প্রতিক্রিয়া জানাব।



আপনার মূল্যবান মতামত দিন: