odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন : ডোনাল্ড ট্রাম্প

odhikarpatra | প্রকাশিত: ২৬ May ২০২৫ ১৫:২১

odhikarpatra
প্রকাশিত: ২৬ May ২০২৫ ১৫:২১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন। তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন বলেও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দুই নেতার মধ্যে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। 


ট্রাম্প বলেছেন, পুতিন সকালে এক রকম আবার বিকেলে আরেক রকম কথা বলছেন। কোনো সুস্থ লোক এমন আচরন করতে পারেন না। আমার কাছে মনে হচ্ছে, ‘পুতিন একটা বদ্ধ পাগল।’

ওয়াশিংটন থেকে সিনহুয়া এই খবর জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর গত শনিবার ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই নিয়ে গতকাল রোববার পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

এছাড়া ট্রাম্প সতর্ক করেছেন, মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে নিয়ে যাবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন!

মার্কিন প্রেসিডেন্ট আরো লিখেছেন, তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন, আর আমি শুধু সেনাদের কথা বলছি না। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করা হচ্ছে।

ট্রাম্প পোস্টে উল্লেখ করেছেন, আমি সবসময় বলেছি তিনি পুরো ইউক্রেন চান। কেবল এক টুকরো নয় এবং সম্ভবত এটি সঠিক বলে প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তা করেন তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে ঠেলে দিবে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার এক রাতেই ইউক্রেনে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটিই এখন পর্যন্ত চলমান যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা।

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিক থেকে রাশিয়া বিভিন্ন ধরনের রেকর্ড ৩৬৭টি ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন আকাশযান ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে।

এই হামলায় ইউক্রেনে শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন: