odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

কুমিল্লায় সোয়া কোটি টাকার চিংড়ির রেনু ফেলে পালালো চোরাকারবারিরা  

odhikarpatra | প্রকাশিত: ২৮ May ২০২৫ ২৩:৩৩

odhikarpatra
প্রকাশিত: ২৮ May ২০২৫ ২৩:৩৩

ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায়  বিজিবি অভিযান চালাতে গেলে  টের পেয়ে  পালিয়ে যায় চোরাকারবারিরা।

আজ বুধবার দুপুরে ১০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে বিজিবির একটি টহল দল মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। টের পেয়ে চোরাকারবারিরা মাছের ট্রাক ফেলে পালিয়ে যায়।

এ সময় ট্রাকটি তল্লাশি করে এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত রেনুগুলো কাস্টমসে জমা করা হবে বলে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: