odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ‘অধিকার’ আছে : মস্কো

odhikarpatra | প্রকাশিত: ৩ June ২০২৫ ২১:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৩ June ২০২৫ ২১:৪৪

ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তিতে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যেকোনো সম্ভাবনা নাকচ করে দেওয়ার একদিন পর, মস্কো বলেছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রয়েছে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণই ছিল এপ্রিল থেকে অনুষ্ঠিত পাঁচ দফা আলোচনার মূল বিতর্কের বিষয়, যার লক্ষ্য ছিল ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিত্যক্ত করা চুক্তির স্থলাভিষিক্ত একটি নতুন চুক্তি প্রণয়ন।

মস্কো থেকে এএফপি জানায়, সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘আমাদের সম্ভাব্য চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো অনুমতি দেওয়া হবে না!’

ট্রাম্পের ওই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ প্রত্যেক দেশের শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের অধিকার আছে। এই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নজরদারির আওতায়ই হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, প্রত্যেক দেশেরই এই অধিকার থাকা উচিত।’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে মস্কো ও তেহরানের মধ্যে সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে।

পেসকভ আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে শান্তিপূর্ণ আলোচনার প্রতি মস্কো সমর্থন জানায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: