odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাবে জামায়াতে ইসলামী: ইসির সিদ্ধান্ত

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৫ ২১:২০

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৫ ২১:২০

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ষষ্ঠ নির্বাচন কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে- জামায়াতের ইসলামী দলীয় নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে। তবে দলীয় প্রতীকটি দাপ্তরিক প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে।

ইসি সানাউল্লাহ বলেন, ‘গত ১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৩ সালের হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করেছিল, সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আদেশের কপি নির্বাচন কমিশনে পাঠাতে বলেছেন এবং ব্যবস্থা নিতে বলেছেন। সে কারণে আমরা আলোচনা করেছি। অতিসত্বর জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে।’

তিনি বলেন, ‘পাশাপাশি জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধির মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছে। তারা চান তাদের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেটিও যেন ফেরত পান। আমরা এটা নিয়েও বিশদ আলোচনা করেছি। ২০১৩ সালে জামায়াতের যে প্রতীকটি ছিল সেটা বিবেচনায় নিয়েছি। দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছিল ৫ নভেম্বর ২০০৮ সালে। সেই প্রজ্ঞাপনে নিবন্ধনের সঙ্গে-সঙ্গে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা দেওয়া হয়েছিল।

তিনি বলেন, তবে দলীয় প্রতীকটি যেহেতু আমাদের প্রতীকের তফসিলে আনতে হবে, এটা দাপ্তরিক প্রক্রিয়া আছে একটু সময় লাগবে।

এরআগে ১ জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে বলেছেন সর্বোচ্চ আদালত।



আপনার মূল্যবান মতামত দিন: