odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

দুই সন্তানের সীমা বাতিল করেছে ভিয়েতনাম: রাষ্ট্রীয় গণমাধ্যম

odhikarpatra | প্রকাশিত: ৫ June ২০২৫ ২০:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৫ June ২০২৫ ২০:৪৪

কমিউনিস্ট শাসিত দেশটিতে জন্মহার ক্রমহ্রাসমান থাকায় ভিয়েতনাম দীর্ঘদিন ধরে পরিবারে মাত্র দুটি সন্তানের সীমাবদ্ধ রাখার নীতি বাতিল করেছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। 


ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, সন্তানের সংখ্যা নির্ধারণ এখন প্রতিটি দম্পতির ব্যক্তিগত সিদ্ধান্ত।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন বছরে দেশটিতে ‘ঐতিহাসিকভাবে’ কম জন্মহার দেখা গেছে। গত বছর মোট প্রজনন হার প্রতি মহিলার মাত্র ১ দশমিক ৯১ শতাংশ শিশুর মধ্যে নেমে এসেছে, যা বিকল্প স্তরের চেয়েও কম। 

হ্যানয় থেকে এএফপি এ খবর জানায়।

২০২১ সালে প্রতি মহিলার জন্মহার ২ দশমিক ১১ থেকে কমে ২০২২ সালে ২.০১ এবং ২০২৩ সালে ১.৯৬ এ নেমে এসেছে।

২২ বছর বয়সী অফিস কর্মী ট্রান মিন হুওং এএফপি’কে বলেছেন, সন্তান ধারণের কোনো পরিকল্পনা না থাকায় সরকারি নিয়ন্ত্রণ তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেছেন, ‘যদিও আমি একজন এশীয়, সামাজিক রীতিনীতি অনুসারে মহিলাদের বিয়ে করা এবং সন্তান ধারণ করা প্রয়োজন। তবুও সন্তান লালন-পালন করা অনেক ব্যয়বহুল।



আপনার মূল্যবান মতামত দিন: