odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

odhikarpatra | প্রকাশিত: ১২ June ২০২৫ ২৩:০৬

odhikarpatra
প্রকাশিত: ১২ June ২০২৫ ২৩:০৬

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের নাম ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য মিরাজ ওয়ানডে দলকে নেতৃত্ব দিবেন।

২৭ বছর বয়সী মিরাজ নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হলেন। আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মিরাজের পূর্নাঙ্গ অধিনায়কত্ব শুরু হবে।

এর আগে শান্তর অনুপস্থিতিতে মিরাজ চারটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

এর মাধ্যমে বাংলাদেশ তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক পেল। টেস্টে শান্ত ও টি২০তে অধিনায়কের দায়িত্বে আছেন লিটন দাস।

বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘ব্যাট-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের সামর্থ্য, দলকে যেভাবে

উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠ ও মাঠের বাইরে পুরো দলকে মাতিয়ে রাখে তা এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে।

আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেবেন।’

‘এই সুযোগে আমরা শান্তকে ধন্যবাদ জানাতে চাই। অধিনায়ক হিসেবে তিনি ইতিবাচক ও স্বকীয় চরিত্র দেখিয়েছেন। তিনি এখনও আমাদের লিডারশিপ গ্রুপের অংশ এবং তার ব্যাটিং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

১০৫ ওয়ানডেতে ১৬১৭ রান ছাড়াও ১১০ উইকেট নিয়ে মিরাজ বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে চার নম্বরে রয়েছেন।

ওয়ানডেতে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল মাইলফলকের তালিকায় তিনি এদেশের ক্রিকেটারদের এলিট গ্রুপে মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের পাশে নাম লিখিয়েছেন।

নতুন দায়িত্ব পেয়ে মিরাজ বলেছেন, ‘বোর্ড আমার উপর যে আস্থা রেখেছে সেটা বিরাট সম্মানের। দেশকে নেতৃত্ব দেয়া যেকোন ক্রিকেটারের স্বপ্ন। বোর্ড আমার উপর যে আত্মবিশ্বাস দেখিয়েছে তাতে আমি কৃতজ্ঞ।

এই দলের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমাদের দলে সেই মানের প্রতিভা আছে। সবাই সাহসী ক্রিকেট খেলতে বিশ্বাসী।



আপনার মূল্যবান মতামত দিন: