odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে ইউরোপীয় শক্তির প্রতি ইরানের আহ্বান

odhikarpatra | প্রকাশিত: ১৬ June ২০২৫ ১৮:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১৬ June ২০২৫ ১৮:৫৫

ইরানের উপর মারাত্মক হামলা বন্ধ করতে, ইসরাইলের ওপর চাপ দেওয়ার জন্য সোমবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরান ও ইসরাইলের মধ্যে চতুর্থ দিনের মতো লড়াই অব্যহত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডের উচিত ছিল ইহুদিবাদী সরকারের অপরাধের, বিশেষ করে নাতানজ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে তারা যে হামলা চালিয়েছে, খুব স্পষ্টভাবে তার নিন্দা জানানো।’

তিনি আরও বলেন, ইউরোপীয় শক্তিগুলোর উচিত ইসরাইলের ‘এই আগ্রাসন বন্ধ’ ও দেশটিকে ‘জবাবদিহি’ করার ওপর মনোনিবেশ করা।



আপনার মূল্যবান মতামত দিন: